হোম > ছাপা সংস্করণ

৪০০ কলমের চারা গাছ কাটল দুর্বৃত্তরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী রায়পুরার ডৌকারচর ইউনিয়নের কাশিমপুর গ্রামের বেনু মিয়া নামের এক কৃষকের প্রায় ৪০০ টি কলমের চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভোক্তভোগী বেনু মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, এতে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বিঘা জমিতে নার্সারি তৈরি করেছেন বেনু মিয়া। এই নার্সারিতে প্রায় পাঁচ শতাদিক জাতের হাজার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। তিনি এসব চারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে সংগ্রহ করেছেন। কিন্তু হঠাৎ দুর্বৃত্তরা বেছে বেছে যে গাছগুলো থেকে তিনি কলম সংগ্রহ করতেন সেই গাছগুলো কেটেছে।

বেনু মিয়া বলেন, এসব গাছের বেশ অর্ধেক ছিল মাদার গাছ, ‘দুর্বৃত্তরা সুপরিকল্পিত ভাবে সেই সব গাছ কেটেছে। তাই সব মিলিয়ে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে রায়পুরা থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে অভিযোগ করেছি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ