নিজেদের পশ্চিমাঞ্চলের প্রতিবেশীরা ‘লাগাতার সমস্যা’ তৈরি করলে আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালাবে বলে গত শনিবার মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের এ মন্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজক’ উল্লেখ করে নিজেদের আত্মরক্ষার প্রস্তুতি রয়েছে বলে গতকাল বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আল জাজিরা জানায়, শনিবার উত্তর ভারতের পিথোরাগড় শহরে এক অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, ‘প্রতিবেশীরা সমস্যা করলে আমরা ‘‘সার্জিক্যাল স্ট্রাইক” চালাব।’
জবাবে পাকিস্তানের বিবৃতি বলা হয়, তাঁর (রাজনাথ) মন্তব্য বিভ্রান্তিকর এবং প্রতিবেশীদের প্রতি ভারতের সংঘাতময় মানসিকতার প্রকাশ।