নতুন সংসারের জন্য কিংবা পুরোনো সংসারের বসার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সোফা কিনতে চান। মাথায় অনেক পরিকল্পনা। তা বাস্তবায়ন করতে নতুন সোফা কেনার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।
দরদাম
দেশীয় বিভিন্ন ব্র্যান্ড, যেমন হাতিল, ব্রাদার ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, অটবি, পারটেক্স ইত্যাদি থেকে মনের মতো সোফা কিনতে পারেন। সিঙ্গেল সোফা কেনা যাবে ১২ হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে। তিন সিটের সোফার দাম সাধারণত ২৫ থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে। বিভিন্ন ডিজাইন ও মডেলভেদে সোফার সেট পাওয়া যায় ৪৫ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে। পান্থপথের আসবাব মার্কেটে রট আয়রনের সোফা পাওয়া যাবে ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। কাঠের সোফা পাওয়া যাবে ৩৫ থেকে ৬০ হাজার টাকার মধ্যে।