হোম > ছাপা সংস্করণ

সোফা কেনার আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন সংসারের জন্য কিংবা পুরোনো সংসারের বসার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে সোফা কিনতে চান। মাথায় অনেক পরিকল্পনা। তা বাস্তবায়ন করতে নতুন সোফা কেনার আগে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।

  • নতুন সোফা কেনার আগে ঘরের আকৃতির সঙ্গে সোফাসেটের আকৃতি সামঞ্জস্যপূর্ণ কি না এবং সোফার গদি আরামদায়ক কি না সেটি ভাবুন।
  •  অনেক সোফা বসা ও শোয়া দুই কাজে ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে বেছে নিতে পারেন ডিভান কিংবা বেড কাম সোফা। তাই আগে নির্ধারণ করুন সোফা কোন কোন কাজে ব্যবহার করতে চান।
  • সোফা কেনার সময় সোফার কুশন, গদির কাপড়ের প্যাটার্ন কেমন চান তা ভবে নিন। নিয়মিত ব্যবহার করার জন্য সোফা কিনলে কিংবা বাসায় শিশু থাকলে চেক ডিজাইনের সোফার কাপড় ও কুশন কভার কিনতে পারেন। চাইলে কয়েক রঙের শেড আছে এমন কাপড়ের সোফা কিনতে পারেন। তবে ঘরে যদি শিশু না থাকে তাহলে যেকোনো হালকা রঙের বা প্যাটার্নের সোফার কাপড় নির্বাচন করতে পারেন। আপনি যদি প্রাণী পুষতে পছন্দ করেন তাহলে এমন সোফা বেছে নিন, যেগুলো সহজে পরিষ্কার করা যায়।
  • কাঠ, আয়রন, উড কাঠ, বাঁশ, বেত ইত্যাদি উপাদানে সোফার ফ্রেম তৈরি হয়ে থাকে। সোফার ফ্রেমভেদে দামের পার্থক্য হয়। কেনার আগে সিদ্ধান্ত নিন, কোন ফ্রেমের সোফা কিনবেন।
  • সোফা কেনার আগে সোফার প্রতিটি অংশের জোড়া লাগানো জায়গাগুলো দুর্বল কি না তা দেখে নিন। দুর্বলভাবে জোড়া লাগানো থাকলে তা যেকোনো সময় ভেঙে যেতে পারে।ৎ
  • সোফার আকার ও নকশা অনুযায়ী কুশন কভার বেছে নিন। কুশন কভারের কাপড় নির্বাচনে গুরুত্ব দিতে পারেন গ্রামীণ চেক, হ্যান্ড এমব্রয়ডারি, কাঁথা স্টিচের ডিজাইনকে। সোফার জন্য ১৪ বাই ১৪ ইঞ্চি বা ১৮ বাই ১৮ ইঞ্চি কুশন ভালো মানায়। সুতি কাপড়ের কুশনের চেয়ে সিল্কের কাপড়ের কুশন বেশি আকর্ষণীয়।

দরদাম

দেশীয় বিভিন্ন ব্র্যান্ড, যেমন হাতিল, ব্রাদার ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, অটবি, পারটেক্স ইত্যাদি থেকে মনের মতো সোফা কিনতে পারেন। সিঙ্গেল সোফা কেনা যাবে ১২ হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে। তিন সিটের সোফার দাম সাধারণত ২৫ থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে। বিভিন্ন ডিজাইন ও মডেলভেদে সোফার সেট পাওয়া যায় ৪৫ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে। পান্থপথের আসবাব মার্কেটে রট আয়রনের সোফা পাওয়া যাবে ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। কাঠের সোফা পাওয়া যাবে ৩৫ থেকে ৬০ হাজার টাকার মধ্যে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ