হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচনে চাচা-ভাতিজার লড়াই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন চাচা-ভাতিজা। একই ইউপিতে চাচা-ভাতিজা নির্বাচন করায় তাদের নিয়ে আলোচনা সবার মুখে মুখে।

জানা যায়, উপজেলার পলবান্ধা ইউপি নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বর্তমানেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল আনারস প্রতীকে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ওই ইউনিয়নের চাচা-ভাতিজার লড়াই ততই জমে উঠছে। স্থানীয় সিরাজাদাবাদ বাজারে চাচা-ভাতিজা নির্বাচন ও নির্বাচনী প্রচারণার কেন্দ্র মুখোমুখি অফিস নিয়ে চলছে নানা গুণজন। একে অপরের নির্বাচনী প্রচারণা বাধা ও প্রাণ নাশের হুমকির ঘটনাও ঘটছে।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার গত ১৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়াসহ তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে নৌকার চেয়ারম্যান প্রার্থী চাচা শাহাদৎ হোসেন স্বাধীনের সমর্থকেরা।

অন্যদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীনের অভিযোগ, ‘স্বতন্ত্র প্রার্থী ভাতিজা মোস্তাফিজুর রহমান কমল ডিহিদারের লোকজন ১৬ নভেম্বর সন্ধ্যায় সিরাজাবাদ বাজারে তাঁর নির্বাচনী অফিসে ঢুকে ভাঙচুর করে নির্বাচনী প্রচারণা কাজে বাধা দিচ্ছে।'

চাচা ভাতিজার এই নির্বাচনী লড়াই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল অপেক্ষা করছেন আগামী ২৮শে নভেম্বর দিনক্ষণের। কে জিতে আর কে হারে?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ