আবারও শুরু হচ্ছে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’। প্রায় চার বছর কার্যক্রম বন্ধ থাকার পর ফিরছে বাংলা গানের অন্যতম এই রিয়েলিটি শো। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে আনতে ২০০৮ সালে শুরু হয়েছিল সেরা কণ্ঠের আসর।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আসরের স্লোগান ‘চ্যানেল আই সেরা কণ্ঠ, তোমরা তৈরি তো’। সম্প্রতি চ্যানেল আইয়ের ফেসবুক পেজে এ-সংক্রান্ত ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। জানানো হয়েছে, এবার রেজিস্ট্রেশনের পদ্ধতিগত প্রক্রিয়ায় নতুনত্ব থাকবে। রেজিস্ট্রেশনের পদ্ধতি, দিনক্ষণ, নতুন আসরে কারা থাকবেন বিচারক—জানা যাবে কিছুদিনের মধ্যেই।
দেশের সংগীতাঙ্গনে বর্তমানে যেসব কণ্ঠশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, তাঁদের অনেকের শুরুটা হয়েছিল এ প্ল্যাটফর্মের হাত ধরে। এ আয়োজন থেকে উঠে এসে নিজেদের অবস্থান তৈরি করেছেন ঝিলিক, চম্পা বণিক, চৈতি, পূজাসহ অনেকেই। প্রথম দুই আসরের দুই প্রতিযোগী ইমরান ও কোনাল এখন বাংলা গানের নিয়মিত মুখ। ‘গানের রাজা’ নামের ভিন্ন একটি রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্বও পালন করেছেন। ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তাঁরা।
সংগীতে নতুন প্রতিভা তুলে আনতে একসময় বিভিন্ন চ্যানেলে আয়োজিত হতো একাধিক রিয়েলিটি শো। তবে বর্তমানে এ ধরনের উদ্যোগ কমে গেছে একেবারেই। সে জায়গা থেকে চার বছর পর ‘সেরা কণ্ঠ’ ফিরে আসার খবরটি নতুন শিল্পীদের স্বস্তি দেবে। তারা খুঁজে পাবে নিজেদের কাঙ্ক্ষিত ঠিকানা, এমনটিই মনে করছেন সেরা কণ্ঠ ২০০৮-এর প্রথম রানারআপ সংগীতশিল্পী ইমরান।
অন্যদিকে ২০০৯ সালের সেরা কণ্ঠ বিজয়ী সোমনুর মনির কোনাল বলছেন, ‘আমি যখন রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছি, তখন যে প্রশ্নটির মুখোমুখি আমাকে সবচেয়ে বেশি হতে হয়েছে যে কত দিন টিকতে পারব! রিয়েলিটি শো থেকে আসা শিল্পীদের হারিয়ে যাওয়ার সংখ্যাই বেশি। আবার এটাও সত্য, এখন যাঁরা মিডিয়ায় কাজ করছেন, তাঁদের অনেকেই রিয়েলিটি শো থেকে আসা। এটা খুবই আনন্দের ব্যাপার, সেরা কণ্ঠ আবার শুরু করছে চ্যানেল আই। আশা করি, এর মাধ্যমে আবারও নতুন প্রতিভা খুঁজে পাব।’