হোম > ছাপা সংস্করণ

অ্যাপে মিলবে অভিজ্ঞ চিকিৎসকের তথ্য

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টিটু কুমার দেব নাথ নামে এক ব্যক্তি ‘ফাইন্ড ডক্টরস’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন। সাধারণ মানুষ যাতে সহজে অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে ভালোভাবে জেনে চিকিৎসা করাতে পারেন সে জন্য তিনি অ্যাপটি তৈরি করেন।

অ্যাপটিতে নিবন্ধিত অভিজ্ঞ সব চিকিৎসকের তথ্য দেওয়া আছে। মোবাইল ফোন প্লে স্টোরে ঢুকে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটিতে আপাতত শুধু সিলেট বিভাগের চিকিৎসকদের তালিকা পাওয়া যাবে। ধারাবাহিকভাবে দেশের সব চিকিৎসকদের নামের তালিকা অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান টিটু।

টিটু কুমার দেব নাথ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ গ্রামের মনোরঞ্জন দেব নাথের ছেলে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে তিনি বড়লেখা পৌরশহরে কাপড়ের ব্যবসা করছেন।

টিটু কুমার দেব নাথ বলেন, ‘দেশে অনেক ভালো এবং অভিজ্ঞ চিকিৎসক আছেন। কিন্তু এসব অভিজ্ঞ চিকিৎসক সম্পর্কে ধারণা নেই অনেক মানুষের। ফলে তারা প্রায়ই হাতুড়ে বা ভুয়া চিকিৎসকদের শরণাপন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব মানুষের কথা চিন্তা করে কিছু একটা করার তাগিদ অনুভব করি। এরপর এ রকম একটি অ্যাপ তৈরির চিন্তা মাথায় আসে।’

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘টিটু কুমার দেব নাথ ‘ফাইন্ড ডক্টরস’ নামে যে অ্যাপ তৈরি করেছেন তা খুবই উপকারী একটি অ্যাপ। কারণ এতে অভিজ্ঞ সব চিকিৎসকের তথ্য দেওয়া আছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ