কুষ্টিয়ার মিরপুরে ৫ হাজার ৪১০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভুট্টা, সরিষা, গম, চিনাবাদাম ও সূর্যমুখী ফুলসহ শীতকালীন পেঁয়াজ, খেসারি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে সার ও বীজ প্রদানের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের।
উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ারদার।