জয়পুরহাটে এক শিশুকে অপহরণের মামলায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
গতকাল বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী আদালতে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (২০) আক্কেলপুর উপজেলার খামার কেশবপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ মার্চ দুপুরে আক্কেলপুর উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা তোতা চৌধুরীর ৪ বছর বয়সী ছেলে সাব্বির হোসেনকে অপহরণ করেন ওই বাড়ির দীর্ঘ দিনের পুরোনো গৃহকর্মী আনোয়ার হোসেন। অপহরণের পর ওই শিশুকে বিক্রির উদ্দেশ্যে আনোয়ার তাঁর নিজ কুঠুরি ঘরের চৌকির নিচে লুকিয়ে রাখেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর আনোয়ারের কুঠুরি ঘর থেকে সাব্বিরকে উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় সাব্বিরের বাবার বড় ভাই শামীমুল হুদা চৌধুরী ঘটনার দিনই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।