সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারের সময় বীর মুক্তিযোদ্ধা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী খোরশেদ আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। গতকাল পৌরশহরের শহীদ মিনারে এ মানববন্ধন হয়।
অভিযোগ ওঠে, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের কর্মীরা গত বুধবার তাঁর ওপর হামলা চালান।
মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা গাজী খোরশেদ বলেন, ‘আমি উল্লাপাড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী। দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে, ভোটের অধিকার পাবে, এই বিশ্বাসকে বুকে ধারণ করে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। কোনো অপশক্তি যেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল হওয়া উচিত।’