হোম > ছাপা সংস্করণ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে সমীর চন্দ্র দাস নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড়ের প্রায় ৪ শতাংশ জায়গা দখল করে মাটি ভরাট করছেন তিনি।

এ ছাড়া ওই জায়গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে একটি টিউবওয়েল বসানো হলেও তা উঠিয়ে ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমীর চন্দ্র দাস চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস থেকে সমীর সামান্য কিছু জমি কেনেন। পরে ওই জায়গা মাটি দিয়ে ভরাট করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪ শতাংশ জায়গাও দখল করে নেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাইরে থেকে ট্রাক্টরে করে মাটি এনে তিনি জায়গা ভরাট করছেন। এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য ওই জায়গায় বসানো টিউবওয়েলটি তিনি বেড়ির পূর্বপাশে বসিয়ে রেখেছেন।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জিন্না ভূঁইয়া জানান, ইউনিয়ন পরিষদ থেকে একটি টিউবওয়েল বসানোর ফলে এ এলাকার মানুষের পানির কষ্ট কমে যায়। কিন্তু এ জায়গায় বসানো টিউবওয়েল উঠিয়ে দিয়ে জায়গাটি দখল করে ফেলেছেন সমীর। এতে সাধারণ মানুষের পানির সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে বাবু সমীর চন্দ্র দাস বলেন, ‘আমি পেছনের জায়গাটি কিনে মাটি ভরাট করছি। পেছনের জায়গা ভরাট করতে হলে তো সামনের জায়গাও ভরাট করতে হবে।’

ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ওই এলাকায় লোক পাঠিয়েছি। সরকারের জায়গা যেন দখল না হয় এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা বলেন, সরকারি জমি দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ