হোম > ছাপা সংস্করণ

মুকসুদপুরে ১৬ ইউপির ১৩টিতেই নৌকার জয়

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টা থেকে শুরু হয় ভোট গণনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা। এই ১৬ ইউনিয়নে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

১৬টি ইউনিয়নের ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৬ ইউনিয়নে মোট ভোটার ছিল ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন।

১৩টি ইউনিয়নে জয়ী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানেরা হলেন, খান্দারপাড়া ইউনিয়নে মো. সাব্বির হোসেন খান, কাশালিয়া ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম, ভাবরাশুর ইউনিয়নে এস এম রিফাতুল আলম মুছা, গোবিন্দপুর ইউনিয়নে ওবাইদুল ইসলাম, রাঘদী ইউনিয়নে সাঈদুর রহমান টুটুল, গোহালা ইউনিয়নে নজরুল ইসলাম, বহুগ্রাম ইউনিয়নে পরিতোষ সরকার, ননীক্ষির ইউনিয়নে শেখ রনি আহম্মেদ, বাটিকামারী ইউনিয়নে শাহ আকরাম হোসেন, দিগনগর ইউনিয়নে হাজী মোহাম্মদ আলী, উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস, বাঁশবাড়িয়া ইউনিয়নে মনিরুজ্জামান মোল্লা ও পশারগাতি ইউনিয়নে আ. রহমান মীর।

জয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জলিলপাড় ইউনিয়নে মিহির কান্তি রায় (আনারস), মোচনা ইউনিয়নে মো. এমদাদ হোসেন (আনারস) এবং মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন মিয়া (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ