নরসিংদীতে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
গতকাল শুক্রবার সকালে নরসিংদীর জেলা সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ সব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব কটি নমুনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কেউ করোনায় পজিটিভ শনাক্ত হননি।
জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ১৭। এর মধ্যে দুজন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন।
জেলায় এ পর্যন্ত ৬০ হাজার ২৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১১৯ জন, রায়পুরাতে ৬১৬ জন, বেলাবতে ৭৩৭ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪১০ জন, পলাশে ১ হাজার ৬৫৩ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় আটজন, বেলাবতে নয়জন, মনোহরদীতে ১১ জন, শিবপুরে নয়জন, পলাশে ১২ জন রয়েছেন।