বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে স্থগিত হওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী প্রার্থী মো. সাইদুর রহমান দ্বিতীয় ধাপের নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রথম ধাপের নির্বাচনে তৎকালীন ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। যার কারণে এ আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া আসনে ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সে মোতাবেক দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক চেয়ে ১২ জন আবেদন করেন।
আবেদনে প্রেক্ষিতে বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে নৌকা প্রতীক পেয়েছেন মো. সাইদুর রহমান।