কোটচাঁদপুরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরার অভিযান চলছে। গতকাল মঙ্গলবার সকালেও ঝিনাইদহ ট্রাফিক পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, বেশ কয়েক দিন ধরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা হচ্ছে। এ পর্যন্ত বেশ কিছু মোটরসাইকেল ধরা হয়েছে। এর মধ্যে অনেকগুলো ছেড়েও দেওয়া হয়েছে। এদের মধ্যে যাঁরা লাইসেন্সের জন্য টাকা জমা দিয়ে এসে কাগজ দিচ্ছেন তাঁদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। আর বাকিদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
গতকাল সকালে এ অভিযান চালান ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সার্জেন্ট আসাদ, মশিউর রহমান। এ ছাড়া কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম, সহ-উপপরিদর্শক (এএসআই) আজমল হোসেন, কামাল হোসেন প্রমুখ।