হোম > ছাপা সংস্করণ

পুলিশ পরিচয়ে শ্রমিকদের টাকা হাতিয়ে নিত চক্রটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পুলিশ পরিচয়ে ব্যাংকের এটিএম বুথ থেকে পোশাকশ্রমিকদের বেতনের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের মূল হোতা রুবেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গতকাল দুপুরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান ডিসি (ট্রাফিক ও মিডিয়া) মো. আলমগীর হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল রানা (২৬), মো. তুষার ইসলাম (৩৭), মো. সবুজ মোল্লা (৩৪) ও মো. খায়রুল ইসলাম (৩১)। এর মধ্যে রুবেল রানার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানার ফটিয়ামারী এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ডিসি মো. আলমগীর হোসেন জানান, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর গত সোমবার রাতে মহানগরীর সালনা সেতু এলাকা থেকে চক্রের মূল হোতা রুবেলকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, ওয়াকিটকি, ব্যাংকের ছয়টি এটিএম কার্ড, পুলিশের পোশাক পরা ছবিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে পুলিশের বেল্ট, খেলনা পিস্তল, কম্পিউটার ও জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চক্রের অন্য সদস্যদের সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ