কালীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেছে এক যুবককে। গত সোমবার দুপুরে এ দৃশ্য দেখা যায়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ পথের বাম পাশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে একটি চট পেতে বসে আছেন ওই যুবক। একটু লক্ষ্য করে দেখা যায়, পলিথিনে কি একটা নিয়ে যেন টানছে। কাছে গেলে বোঝা যায়, পলিথিনের মধ্যে ডেন্ডি মাদক সেবন করছেন তিনি। ক্যামেরা দেখে পলিথিন লুকিয়ে ফেললেন। বলতে থাকেন, ‘এখান থেকে যান, এখানে কি আপনার বাসা? ও বুঝেছি, আপনি সাংবাদিক; বলেই কিছুটা উত্তেজিত হয়ে পড়েন।’
ওই যুবকের নাম খোকন আলী দাস। তাঁর বাড়ি কোটচাঁদপুর উপজেলার ছলেমানপুর দাসপাড়ায়।
খোকন বলেন, ‘কী বলব ভাই, আমার মনে অনেক কষ্ট। এখানে মাঝেমধ্যে এসে বসে থাকি।’ উপজেলা চত্বরে সামনে দিয়ে যাচ্ছিলেন সাইমুন নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘উপজেলা চত্বরের স্মৃতিস্তম্ভে মাঝেমধ্যেই মাদক সেবন করতে দেখা যায়। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজর নেই।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, ‘এটি খুবই দুঃখজনক। বিষয়টি দেখছি। মাঝেমধ্যে না, হয়তো আজ কোনো কারণে ওই ব্যক্তি স্মৃতিস্তম্ভে এসে মাদক সেবন করছে। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় সেটি আমরা কঠোর নজরদারিতে রাখব।’