হোম > ছাপা সংস্করণ

ছাড়ের ওপর বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে রকমারি প্লাস্টিক পণ্য। এসব প্লাস্টিক পণ্যের মধ্যে গ্লাস, চামচ, জগ, মগ, থালা, বাটি, ঝুড়ি, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি, খাট, খেলনা প্রভৃতি অন্যতম। আর পণ্যের ব্র্যান্ড, মান ও দাম যাচাই-বাছাই করে সেরাটা ক্রয় করতে এক স্টল থেকে অন্য স্টলে ছুটছেন ক্রেতারা। আর এক সঙ্গে বেশি পণ্য কিনলে পাচ্ছেন ছাড়ের ওপর বিশেষ ছাড়।

মেলা ঘুরে দেখা গেছে, এবার মাসব্যাপী মেলায় প্লাস্টিক পণ্যের বিভিন্ন রকমারি নিয়ে হাজির হয়েছে প্রাণ আরএফএল, বেঙ্গল, হ্যামকো ও আকিজসহ বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান ১০ টাকা থেকে ১০ হাজার টাকা দামের পণ্য বিক্রি করছেন। আর বিক্রয় বাড়াতে, ক্রেতার দৃষ্টি আকর্ষণ এবং শুধু বাণিজ্য মেলার জন্যও দিচ্ছে বিশেষ মূল্যছাড়। কিছু পণ্যে রয়েছে কম্বো অফার। আবার কিছু পণ্যের ক্ষেত্রে এক সঙ্গে ন্যূনতম ২ হাজার টাকার পণ্য কিনলে মোট মূল্যের ওপর বাড়তি ছাড় দিচ্ছেন বিক্রেতারা।

ভাটারা থেকে আসা গৃহিণী এসমোতারা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্লাস্টিকের থালা, গ্লাস, বালতি, চেয়ার ও বাচ্চার জন্য খেলনা ক্রয় করতে মেলায় এসেছি। প্রথমে কয়েকটি স্টল ঘুরে পণ্যের ব্র্যান্ড, ডিজাইন, গুণগতমান ও দাম সম্পর্কে ধারণা নিলাম। মেলায় অন্য সময়ের তুলনায় দাম কম মনে হলো। প্রায় সব পণ্যে ছাড় রয়েছে। তবে কিছু কোম্পানি কম্বো ছাড় দিয়েছে। আর একসঙ্গে প্রায় ৪ হাজার টাকার পণ্য ক্রয় করে ছাড় মূল্যর চেয়ে আরও ৩০০ টাকা কম নিয়েছে বিক্রেতা।’

আরএফএল স্টলের বিক্রয়কর্মী কবির বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ক্রেতার চাহিদা বিবেচনা করে ৫ শতাধিক নতুন ডিজাইনের পণ্য নিয়ে এসেছি। আমাদের থালা, বাটি, গ্লাস প্রভৃতি ২০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সঙ্গে বেশি পণ্য কিনলে রয়েছে মেলা উপলক্ষে দেওয়া ছাড়ের ওপর বিশেষ ছাড়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ