ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বরিশালের গ্রাহকেরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা ইভ্যালি থেকে পণ্য কিনছেন। কিন্তু অজ্ঞাত কারণে ইভ্যালি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এতে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হলেও তারা ইভ্যালি কর্তৃপক্ষকে সময় দিতে চান। গ্রাহকেরা অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, এর আগে ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেপ্তারের পরও গ্রাহকেরা তাদের অর্থ ফেরত পাননি। তাঁরা মনে করেন, ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে তাদের অর্থ অথবা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউও) ও ব্যবস্থাপনা পরিচালক রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক মামলাটি করেন। পরে ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।