মালয়েশিয়াতে থাকা অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করতে এবং তাঁদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে দেশটি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা বিন জয়েনউদ্দিনের সঙ্গে পুত্রজায়ায় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম অভিবাসনের ক্ষেত্রে কর্মীর কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে একটি কর্মীও যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তাঁর মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তিনি বলেন, ‘আমরা চাই একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয়।’
প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, শ্রম অভিবাসনের নামে যাতে কোনোভাবে মানব পাচারের ঘটনা না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়াকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত আছে। এ ছাড়া বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী নিয়োগে মালয়েশিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের জন্য তিনি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।