হোম > ছাপা সংস্করণ

শীতে মুখরিত বেরোবি ক্যাম্পাস

কে এম হিমেল আহমেদ

উত্তরের হিমালয়ের হিমেল বাতাস আর মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা উত্তরের জনপদ। এই শীতের দিন বিকেলে কোনো কাজেই মন বসে না। সারা দিন নানা ব্যস্ততায় থাকা মানুষটিও এ সময় একটু বিরাম নিতে চান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসও বিকেলে মুখরিত হয়ে উঠে অলস সময়ের আড্ডায়।

রংপুর শহরের অদূরে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি নিবিড় ছায়ায় ঘিরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার বৈচিত্র্যময় গাছপালা, বিভিন্ন চত্বর, ক্যাফেটেরিয়া ও রাস্তাগুলো বিমোহিত করে সবাইকে। সারি সারি গাছে অবিরাম মধুর সুরে স্বাগত জানায় হরেক রকমের পাখি। এগুলোতে মনে হয় যেন দিনে দিনে বেরোবি ক্যাম্পাস ফিরে পাচ্ছে নতুন মাত্রা।

এই ক্যাম্পাসে নভেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন দর্শনার্থীর পদচারণা লক্ষ্য করা যায়। বিকেলে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ গিটারের টুংটাং, একতারা ও বাঁশির সুর আর শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত হয় প্রতিনিয়ত।

স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী রিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের খুব দ্রুতই ছেড়ে যেতে হবে প্রিয় ক্যাম্পাসটি। এত সুন্দর অপরূপ সাজানো গোছানো ক্যাম্পাস জীবনটি ভুলবার মতো না। বিশেষ করে শীতের দিনে কত শত স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই ক্যাম্পাসে।’

সেদিন বিকেলে আবাসিক হল থেকে পার্কের মোড়ে যেতে ক্যাফেটেরিয়ার সামনের মাঠে দেখা হলো সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ক্লাস শেষে তাঁরা মেতেছিল আড্ডায়। কথা হলো তাঁদের সঙ্গে। জানাল, শীতের মিষ্টি বিকেল উপভোগ করাটা সবাই পছন্দ করে। তাঁরাও তার ব্যতিক্রম নন। তাঁরা প্রতিদিনই ক্যাম্পাসে শীতের বিকেলটা আড্ডা দিয়ে উপভোগ করেন।

লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ