নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী সোহাগ রনির প্রচার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। গত সোমবার রাতে কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রতীকী নৌকা পুড়িয়ে দেওয়া হয়। এদিকে, জড়িতদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় কালিগঞ্জ এলাকার ওই নির্বাচনী প্রচার অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি বলেন, নৌকা প্রতীক না পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা আগেই হুমকি-ধমকি দিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, রাতের আঁধারে কে বা কারা নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে তা আমার জানা নেই। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচার অফিসে আগুন দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’