হোম > ছাপা সংস্করণ

অধিকার নিশ্চিতের তাগিদ মানবাধিকার দিবসে

বরিশাল নগরী ও বিভিন্ন উপজেলায় গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

বরিশাল নগর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানুষের অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে তাগিদ দিয়েছেন মানবাধিকার জোটের নেতারা। এ সময় দেশে নারী ও শিশুর অধিকার লঙ্ঘনের নানা ঘটনা উল্লেখ করেন বক্তারা।

‘বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’-প্রতিপাদ্যে বরিশাল নগরীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ ও মানবববন্ধন হয়।

সকাল সাড়ে ১০টায় সদর রোডে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল মহিলা পরিষদ, ব্লাস্ট, নাগরীক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বরিশাল মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদ সাধারণ সম্পাদক পুষ্প রানি চক্রবর্তী, সনাক সভাপতি অধ্যাপিকা (অব.) শাহ সাজেদা প্রমুখ।

মানবাধিকার দিবস উদ্‌যাপন উপলক্ষে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

গৌরনদী: ‘বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চা’ স্লোগানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জাতীয় মানবাধিকার ইউনিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মানবাধিকার ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস।

বানারীপাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশন বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও নতুন কমিটির পরিচিতি সভা গতকাল বিকেলে বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার কমিশন বানারীপাড়া শাখার সভাপতি এটিএম মোস্তফা সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ