পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাইতে মাসুদ ব্যাপারী হত্যার প্রধান আসামি বেল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়বিঘাই ইউনিয়নের সৌদীর হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরের দিন ৬ নভেম্বর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
মাসুদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্যান্য গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আল-আমিন (২৭), ইব্রাহিম খলিল (২৬), রাসেল ওরফে সিদ্দিক (২৭) ও মো. রাহাত (৩০)।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে গত ৫ নভেম্বর রাতে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। মাসুদ ওই ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক ছিলেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, নিহত মাসুদ ব্যাপারীর হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।