হোম > ছাপা সংস্করণ

বাউফলে ৩ কাউন্সিলর প্রার্থীর জরিমানা

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩ জন কাউন্সিলর প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার কাউন্সিলর প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের মো. আজিজুর রহমান শিকদার তাঁর নির্বাচনী ক্যাম্পে ভোটারদের আপ্যায়ন করছেন। এমন অপরাধে ওই প্রার্থীর পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন নামে এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা করা হয়। অপর দিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউন করার দায়ে ৯ নম্বর ওয়ার্ডের পানির বোতল প্রতীকের নজরুল ইসলাম খানের পক্ষে ইউসুফ মিয়াকে ৫ হাজার টাকা ও ২ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের মো. লিটনের পক্ষে মো. আমির হোসেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, প্রার্থীর জরিমানা করা হলে নির্বাচনে অসুবিধা হতে পারে। এ কারণে প্রাথমিকভাবে তাঁদের পক্ষের ব্যক্তিকে নির্বাচনী আচরণবিধি ২০১৫ এর ৩১ (১) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি এ ধরনের অভিযোগে প্রার্থীরা অভিযুক্ত হন। তাহলে প্রার্থীরা দণ্ডে দণ্ডিত হবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ