সময়টা ভালোই কাটছে বিদ্যা সিনহা মিমের। গত বছর প্রেক্ষাগৃহে সাফল্য পাওয়ার পর থেকে যুক্ত হচ্ছেন একের পর এক নতুন প্রজেক্টে। এ ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘আমি ইয়াসমিন বলছি’ নামের নতুন সিনেমায়। ১৯৯৫ সালে দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। বানাবেন সুমন ধর।
নতুন এই সিনেমা নিয়ে মিম বলেন, ‘পরাণ সিনেমার সাফল্যের পর প্রচুর কাজের অফার আসছে। তবে ভেবেচিন্তে কাজে যুক্ত হচ্ছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম আমি। এমন হৃদয়স্পর্শী, নৃশংস ঘটনা! সে জন্যই যুক্ত হওয়া।’
সুমন ধর বলেন, ‘ইয়াসমিনের পরিবারের কাছ থেকে অনুমতি নিতে প্রায় দুই বছর লেগেছে। প্রথমে তাঁরা রাজি ছিলেন না। অনেক বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি পাওয়ার পর চিত্রনাট্যের কাজ শুরু করেছি।’
মিম এখন ব্যস্ত পশ্চিমবঙ্গের ‘মানুষ’ সিনেমা নিয়ে। এতে তাঁর বিপরীতে রয়েছেন জিৎ। পরিচালনা করছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। এতে মন্দিরা নামে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে মিমকে।
‘মানুষ’ সিনেমার শুটিং শেষে ‘হান্টডাউন’ নামের ওয়েব সিরিজের কাজ শুরু করবেন মিম। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। পরিচালনায় রয়েছেন সানী সানোয়ার। এরপরেই শুরু করবেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমার কাজ।