হোম > ছাপা সংস্করণ

বাড়ল লঞ্চ চলাচলের সময়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচলে সময় বাড়ানো হয়েছে। এত দিন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ছিল লঞ্চ চলাচলের শেষ সময়। গতকাল বৃহস্পতিবার থেকে প্রতিদিন দেড় ঘণ্টা বেড়ে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। পদ্মায় স্রোত কমে যাওয়ায় ও যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় বলে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়।

জানা গেছে, পদ্মায় পানি ও স্রোতের বেগ কম থাকায় ৪ নভেম্বর থেকে রাত ৮টা পর্যন্ত নৌপথে লঞ্চ চলাচল করবে। এর আগে স্রোতের তীব্রতা থাকায় দুর্ঘটনারোধে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করত। বৃহস্পতিবার থেকে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচলে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বর্ষা মৌসুমে নদীতে ৭-৮ নট গতিতে স্রোত প্রবাহিত হলেও বর্তমানে স্রোত কমে ৩ নট গতিতে বইছে। স্রোতের গতি কমে আসায় লঞ্চ চলাচলে সময় বাড়ানো হলো। বর্তমানে এই দুই নৌপথে মোট ৮৭টি লঞ্চ রয়েছে। এর মধ্যে শিমুলিয়া-মাজিরকান্দি ২০টি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৬৭টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘নদীপথ শান্ত থাকায় লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। তাছাড়া যাত্রীদেরও বেশ চাপ থাকে লঞ্চে। স্রোত কমে যাওয়া এবং যাত্রীদের চাপ মোকাবিলায় রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে লঞ্চ চলাচলের সময়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ