ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ও ক্ষতিগ্রস্ত ব্যবসা রক্ষা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘাট শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে এ আলোচনা সভা হয়।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় পুনর্বাসন মার্কেট প্রাঙ্গণে আশুগঞ্জ ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ও ক্ষতিগ্রস্ত ব্যবসা রক্ষা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজি সাইদুর রহমান।
এ ছাড়া আরও বক্তব্য দেন সহ সভাপতি মো. জাকির হোসেন, হাজি মিজানুর রহমান, মো. বাবুল সরকার, মো. জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বকুল, দপ্তর সম্পাদক মো. মোশারফ মুনশি, সদস্য গোলাম হোসেন ইপটি, মজিবুর রহমান সরকার, মো. নোমান মিয়াসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘাট শ্রমিক কর্মচারী বৃন্দ।