নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনবিআর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। আগের চুক্তির ধারাবাহিকতায় তাঁকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পুনর্নিয়োগের কথা জানানো হয়। আগামী ৬ জানুয়ারি থেকে তাঁর এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।