হোম > ছাপা সংস্করণ

নির্মাণ হচ্ছে তমিজের স্মৃতিফলক

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন বীরবিক্রমের স্মৃতিচিহ্ন ধরে রাখতে ফলক নির্মাণের কাজ চলছে।

আজকের পত্রিকায় গত ৬ আগস্ট তমিজের স্মৃতি ধরে রাখার দাবি শিরোনামে সংবাদ প্রকাশ হলে উপজেলা পরিষদের উদ্যোগে গত ১ নভেম্বর এই ফলক নির্মাণের কাজ উদ্বোধন হয়।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, তমিজ উদ্দিনের স্মৃতিফলক নির্মাণে কালীগঞ্জ উপজেলা পরিষদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে তোরণ নির্মাণের কাজ দ্রুত করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলে। পরে অক্টোবর মাসেই তোরণ নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রকৌশলীর দপ্তর। কিন্তু কাজ শুরু করা হলে আকস্মিক বন্যার কারণে কিছুদিন কাজ বন্ধ থাকে। বর্তমান আবারও শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমান প্রজন্মের কাছে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিনের আত্মত্যাগের কথা তুলে ধরতে ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ একটি তোরণ নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু অজ্ঞাত কারণে সেই তোরণ আর আলোর মুখ দেখেনি। এ ছাড়া এক সময় তুষভান্ডার বাজার থেকে আমিনগঞ্জ সড়কে শহীদ ক্যাপ্টেন তমিজ উদ্দিনের নামে একটি নাম ফলক ছিল। বাজারের রাস্তার কাজ করার সময় সেটিও ভেঙে পড়ে।

উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান বলেন, বরাদ্দ পাওয়ার পরেই কাজ শুরু করা হয়েছে ডিসেম্বর মাসেই কাজ শেষ করার চেষ্টা করছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ