নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যোকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রোববার সকাল থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।
ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ মোটরযান আটকসহ ও বিভিন্ন চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে শতাধিক মোটরযান।
আটক ব্যক্তিরা হলেন, আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর তালিকাভুক্ত সদস্য ফয়সাল আমীন (৩২), মো. তারেক রহমানসহ (২১) তিনজন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে চেকপোস্টসহ যৌথ পেট্রল, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আমি নিজেই আজ (গতকাল) চারটি ইউনিয়নে গিয়েছি। ইউনিয়নগুলোতে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদিন পুলিশ সভা-সমাবেশ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান।