হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যোকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রোববার সকাল থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ মোটরযান আটকসহ ও বিভিন্ন চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে শতাধিক মোটরযান।

আটক ব্যক্তিরা হলেন, আলাইয়ারপুর ইউনিয়নের টিটু বাহিনীর তালিকাভুক্ত সদস্য ফয়সাল আমীন (৩২), মো. তারেক রহমানসহ (২১) তিনজন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে চেকপোস্টসহ যৌথ পেট্রল, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে মোতায়েন রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, একটি সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আমি নিজেই আজ (গতকাল) চারটি ইউনিয়নে গিয়েছি। ইউনিয়নগুলোতে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিদিন পুলিশ সভা-সমাবেশ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ