হোম > ছাপা সংস্করণ

আলিয়া জানালেন মেয়ের নাম

মেয়েকে কোলে নিয়ে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন আলিয়া ভাট। ছবিতে ডি-ফোকাসে নবজাতককে কোলে নিয়ে রণবীর ও আলিয়া। আর ফোকাসে রয়েছে দেয়ালে টানানো বার্সেলোনার একটি জার্সি। যত রহস্য লুকানো আছে সেখানেই।

৬ নভেম্বর সন্তানের জন্মের পর থেকে রণবীর-আলিয়া ভক্তদের কৌতূহল ছিল, মেয়ের কী নাম রাখবেন তাঁরা! সে প্রশ্নের জবাব লুকানো আছে ওই জার্সির গায়ে। সেখানে বড় হরফে লেখা একটি নাম—রাহা। আলিয়া জানিয়েছেন, মেয়ের এ নামটি রেখেছেন দাদি নীতু কাপুর। ‘রাহা’ শব্দের অর্থও জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, ‘মেয়ের নাম রেখেছেন তার দাদি। সোয়াহিলি ভাষায় রাহা নামের অর্থ আনন্দ, সংস্কৃততে বংশ, বাংলায় স্বস্তি, আরবিতে শান্তি। আমরা যখন প্রথমবার ওকে কোলে নিই, এ সবকিছু একসঙ্গেই অনুভব করেছিলাম। নামটা ওর জন্য একদম যথার্থ। রাহাকে পেয়ে মনে হচ্ছে, এই তো সবে জীবন শুরু হলো।’

মেয়েকে নিয়েই এখন সারাটা ক্ষণ কাটছে আলিয়ার। তবে মেয়েকে কীভাবে বড় করবেন তা নিয়ে অভিনেত্রী বেশ চিন্তিত। কারণ তারকাদের সন্তান মানেই সারাক্ষণ তার ওপর ক্যামেরার নজর। সম্প্রতি আলিয়া বলেছেন, ‘এত লোকচক্ষু এড়িয়ে সন্তানকে কীভাবে বড় করব, সেটা নিয়ে বেশ চিন্তিত। এ নিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গেও কথা বলেছি। আমি চাই না, আমার সন্তানের জীবনে অহেতুক কোনো কিছুর অনুপ্রবেশ হোক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ