করোনার বিরুদ্ধে যাঁদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত সোমবার টিকাদান বিষয়ে সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন এই পরামর্শ দিয়েছে। এ সময় ৬০ বছরের বেশি বয়সীদের চীনের টিকা সিনোফার্ম এবং সিনোভ্যাকের তৃতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সের করোনার টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে হায়দরাবাদের একটি বিশেষজ্ঞ দল। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটিই হবে দেশটিতে শিশুদের জন্য ব্যবহৃত দ্বিতীয় টিকা।
এদিকে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সব সংস্থা এবং কোম্পানিকে টিকাদানে বাধ্য করতে নিষেধ করেছেন গভর্নর গ্রেগ অ্যাবোট। রিপাবলিকান এই গভর্নরের এমন নির্দেশনার ফলে জো বাইডেনের টিকাদান কার্যক্রম বাধা পেতে পারে।