হোম > ছাপা সংস্করণ

খুনিয়াদীঘি স্মৃতিসৌধের গ্রিল উধাও, নজর নেই কারও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত খুনিয়াদীঘি স্মৃতিসৌধের নিরাপত্তাবেষ্টনীর গ্রিল উধাও হয়ে গেছে। এতে সৌন্দর্য হারানোর পাশাপাশি নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে।

খুনিয়াদীঘি স্মৃতিসৌধটি উপজেলা পরিষদ থেকে থানার প্রধান ফটকঘেঁষা সড়ক হয়ে আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত। এর আয়তন ৬ একর ১৮ শতক। এর মধ্যে ২ একর ১৮ শতক জমিতে জলাকর ও ৪ একর পাহাড়।

সরেজমিন দেখা গেছে, স্মৃতিসৌধের নিরাপত্তাবেষ্টনীর ইটের প্রাচীরের মাঝে স্থাপিত লোহার অনেক গ্রিল নেই। প্রতিবেদকের হিসাবমতে স্থাপিত ৫৫টি গ্রিলের মধ্যে ৩২টি নেই। অবশিষ্ট ২২টি গ্রিলের অর্ধেক রয়েছে। এ ছাড়া দীঘিটির উত্তর পাশে ২০২০ সালে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের ভেতরে গিয়ে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের স্থাপিত ইলেকট্রিসিটির বিভিন্ন মালামাল, ওয়াটার লাইনের সামগ্রীসহ অনেক কিছু খোয়া গেছে। এ ছাড়া সৌন্দর্য বর্ধনের টাইলসও তুলে ফেলা হয়েছে।

স্থানীয়রা বলছেন, সঠিক তদারকির অভাব এবং মাদকসেবীদের বিচরণের কারণেই এমনটা ঘটছে। স্থানীয় প্রশাসন একটু শক্তভাবে এখানে নজর রাখলেই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গাটির স্থাপনাগুলো নিরাপদে থাকত।

স্মৃতিসৌধেই কথা হয় রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সঙ্গে, তিনি জানান, রাণীশংকৈল উপজেলার এই স্থানেই ছিল পাকিস্তান হানাদারদের ক্যাম্প এখানেই পার্শ্ববর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতাকামী মানুষের ধরে নিয়ে এসে হত্যা করে খুনিয়াদীঘিতে ফেলে দিতেন। এ ছাড়া দিঘির পূর্বপাশের একটি শিমুল গাছে মুক্তিকামীদের হাতের তালুতে লোহার পেরেক গেঁথে আটকিয়ে নির্যাতন করা হতো।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বলেন, ‘খুনিয়াদীঘি স্মৃতিসৌধের মূল্যবান সামগ্রী দিনেরপর দিন হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু গ্রিল চুরি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘ইতিমধ্যে স্মৃতিসৌধটি নিরাপত্তার মধ্যে আনার লক্ষ্যে সিসি টিভি স্থাপনের কাজ চলছে। সিসি টিভি স্থাপন হলে চুরি রোধ হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ