টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত কোনো এলাকাই তাঁর কাছে ভিন্ন নয়। মাতৃভূমি হিসেবে দেশের সব এলাকার সুষম উন্নয়ন করা তাঁর নৈতিক দায়িত্ব বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার অকৃত্রিম ভালোবাসা রয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা উড়াল সেতু নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।’
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সমাবেশের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল।