ইউরোপীয় দলবদলের উত্তাপ বেশ আঁচ করা যাচ্ছে। পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে ক্লাবগুলোর তোড়জোড়ও চোখে পড়ার মতো। ইতিমধ্যে শীর্ষ তারকাদের অনেকের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেছে। ‘ক্ষুধার্ত’ রবার্ট লেভানডফস্কি ইতিমধ্যে বার্সেলোনায় গিয়ে ট্রফি জেতার ঘোষণা দিয়েছেন। আর্লিং হালান্ড জানিয়েছেন, তিনি উন্মুখ হয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বি খেলতে। এমন আরও বড় দলবদল দেখা যেতে পারে সামনের দিনগুলোতেও।
এদিকে সামগ্রিক দলবদলে এখন পর্যন্ত দাপট দেখাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হিসেবে বিবেচিত হওয়া প্রিমিয়ার লিগ সেরা তারকাদেরই দলে ভেড়াচ্ছে। খরচের দিক থেকে এরই মধ্যে ১ বিলিয়ন ইউরো (১০ হাজার ৬৩৬ কোটি টাকা) ছাড়িয়ে গেছে তারা। খরচের পাশাপাশি আয়েও বাকিদের চেয়ে এগিয়ে প্রিমিয়ার লিগ। এখন পর্যন্ত ৫ হাজার ৭১ কোটি টাকা আয় করেছে তারা। প্রিমিয়ার লিগের পরের অবস্থান যথাক্রমে সিরি ‘আ’, বুন্দেসলিগা, লা লিগা ও লিগ ওয়ানের। তবে শীর্ষ লিগগুলোর মধ্যে খরচের চেয়ে আয়ে এগিয়ে শুধু ফরাসি লিগ ওয়ান। ২ হাজার ৫০৪ কোটি টাকা খরচের বিপরীতে তাদের আয় ২ হাজার ৬৪৭ কোটি টাকা।