আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা-কর্ণফুলী (সাবেক পশ্চিম পটিয়া) আসনের সাবেক সাংসদ শাহাদাত হোসেন চৌধুরী (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এবং বেলা ২টায় নিজ বাড়ি বৈরাগে তাঁর জানাজা হয়।
শাহাদাত হোসেন চৌধুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৭৯ সালে আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনের সাংসদ নির্বাচিত হন।