কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গ্রাম্য সালিসে ৬০ হাজার টাকায় বিষয়টি রফা করা হয়েছে।
উপজেলার কচাকাটা ইউনিয়নের একটি গ্রামে গত সোমবার বিকেলে প্রতিবেশী এক যুবক (৩০) শিশুটিকে ধর্ষণ করেন। সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করতে চাইলে বাধা দেন স্থানীয় প্রভাবশালীরা। পরে রাতে সালিস বৈঠক বসিয়ে ৬০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় দেওয়ানিরা রাতভর সালিস করে বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।’
তবে আব্দুল আউয়াল বৈঠকের কথা অস্বীকার করেছেন।
কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও অভিযুক্তের পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ভিকটিমকে থানায় ডাকা হয়েছে। ঘটনা শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’