দেশের উপকূল অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত গবেষণা কেন্দ্রটি সাতক্ষীরায় স্থাপন করা হয়েছে। উপকূলের জীবন-জীবিকা, মানববসতি ও কৃষির ওপর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে, তার তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ করবে কেন্দ্রটি।
গত রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বেসরকারি সংস্থা ‘লিডার্স’-এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির ‘জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র’ নামের এই গবেষণা কেন্দ্রটি উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘সুন্দরবনের নানা তথ্য-উপাত্ত, বনজ ও প্রাণিসম্পদ, পানি ও অন্যান্য বিষয়ের ওপর গবেষণার পর্যাপ্ত সুযোগ থাকবে এখানে। এ অঞ্চলে বসবাসকারী দুর্যোগ কবলিত মানুষেরা এ গবেষণাকেন্দ্র দ্বারা উপকৃত হবে।’
তিনি আরও বলেন, ‘গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। এর সঙ্গে যুক্ত হয়ে দেশি ও বিদেশি আগ্রহী ব্যক্তিরা গবেষণায় মনোনিবেশ করলে তা উদ্ভাবনী কাজে যেমন ব্যবহৃত হবে, তেমনি উপকূল সুরক্ষায় তা ভূমিকা রাখতে পারবে।’