বান্দরবানের রোয়াংছড়িতে ৩ কেজি ৮১০ গ্রাম আফিমসহ য়ই চিংনু মারমা (৫৬) নামের এক নারীকে আটক করা হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামজাদী বিহার এলাকায় একটি থেকে তাঁকে আটক করে র্যাব ও সেনাবাহিনীর যৌথ দল।
ওই নারী উপজেলার নোয়াপতং ইউনিয়নের খংক্ষ্যং পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। র্যাব ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, রোয়াংছড়ি থেকে তিনি বাসে করে আফিম নিয়ে বান্দরবানের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে র্যাব-৭-এর মেজর মেহেদী হাসান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন শিহান মনিরের নেতৃত্বে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে সিটের নিচে ৩ কেজি ৮১০ গ্রাম আফিম পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮১ লাখ টাকা। এ সময় সঙ্গে মোবাইল ও নগদ টাকাসহ য়ই চিংনু মারমাকে আটক করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল জানান, আটক নারীকে গত রোববার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।