নরসিংদীর মনোহরদীতে ১২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার বেলা ১১টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন এলাকার একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহাপুর গ্রামের সাইফুল ইসলাম রনি ও একই থানার দজনগর গ্রামের শেফালী বেগম। পরে বুধবার রাতে র্যাব-১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান এই সব তথ্য জানান।
তৌহিদুল মবিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মনোহরদী বাসস্ট্যান্ডের গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন একটি সিএনজি মেকানিকের দোকানের সামনে অভিযান চালায় এবং নারীসহ দুজনকে আটক করে। এ সময় সাইফুল ইসলাম রনির কাছ থেকে ৭ কেজি গাঁজা,১টি মোবাইল ও ১টি স্কুল ব্যাগ এবং শেফালী বেগমের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ১টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে র্যাব তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করা হয়েছে।