তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় আওয়ামী লীগ নেতা আজগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক আর নেই। রোববার রাত ১১টার দিকে সিটি মেডিকেল হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা আড়াই টায় শেখপুরা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।