কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি টিউবওয়েল ও একটি পানির পাম্প চুরি হয়ে গেছে। ফলে সুপেয় পানির সংকটে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্ল্যাকার্ড হাতে স্কুলের সামনে দাঁড়িয়ে চুরি যাওয়া টিউবওয়েল ও পানির পাম্প ফেরতের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
শিক্ষকেরা জানান, কিছুদিন আগে বিদ্যালয়ের আঙিনা থেকে দুটি টিউবওয়েল চুরি যায়। মোটরচালিত একটি পানির পাম্পও তালা ভেঙে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী শারমিন বলে, টিউবওয়েল এবং পানির পাম্প চুরি হওয়ায় তাদের কষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি উদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষা অফিসকে জানানো হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি অভিযোগ করা হয়েছে।