কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকার লাল মিয়া (৬৫) ও তাঁর ভাতিজা রমজান আলী (৩৫)।
কটিয়াদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাল মিয়া ও রমজান বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা চারিপাড়া এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।