হোম > ছাপা সংস্করণ

সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এ সভা হয়। এবারের প্রতিপাদ্য-‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দৃষ্টি প্রতিবন্ধীরা যোগ্যতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন। সবার আন্তরিকতা ও সহযোগিতাই তাঁদের এগিয়ে নিয়ে যেতে পারে।

এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার কনসালট্যান্ট রাশেদুল কবির, এনজিও সংস্থা স্বনির্ভরের নির্বাহী পরিচালক এস. এ শাহীন, আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল স্মার্ট সাদাছড়ি ও আর্থিক অনুদান দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ