দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনা উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন ধানখেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা অবমুক্ত করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, ইউএনও আল-আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহম্মেদ প্রমুখ।