সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষ থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সেখানে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবার দুপুরে মহানগর পুলিশের একটি বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
আটক ব্যক্তিরা হলেন সিলেট শহরতলির জালালাবাদ থানার আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ ও তানভির আহমদ নামের আরও এক যুবক।
আজবাহার আলী জানান, মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে সিলেট জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়।