হোম > ছাপা সংস্করণ

চীনা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্প সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার দুয়ন উই। তাঁর নির্মাণাধীন প্রকল্পের আওতাভুক্ত একটি ইস্পাতের সেতু রয়েছে। সেতু নির্মাণের স্বার্থে সেতুটি খুলে ওই জায়গাটি ফাঁকা করা অত্যন্ত জরুরি। এ কাজের জন্য বাংলাদেশ সরকার সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডকে অনুমতি দিয়েছে।

এর ধারাবাহিকতায় সেতু খোলার কাজ শুরু করতে গেলে গত ২২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী বিভিন্ন সময়ে ফরাজিকান্দা এলাকার স্থানীয় বাসিন্দা মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী ও সালামসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ দল ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দিয়ে আসছে। তাঁরা ওই স্থানে ট্রলার, প্রাইভেট গাড়ি, এমনকি মোটরসাইকেলে করে এসে সেতু নির্মাণের জরুরি কাজে বাধা দিয়েছে।

প্রজেক্ট ম্যানেজার দুয়ন উই এর কারণ জানতে চাইলে ওই চাঁদা দাবিকারীরা জানান, এখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করা যাবে না। দাবি করা চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণ শ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ