হোম > ছাপা সংস্করণ

আয়ুষ্মানের প্রশ্ন উত্তর দেবে কে

উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘অনেক’। ২৭ মে মুক্তি পাচ্ছে। রাজনৈতিক এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। ট্রেলারে দেখা যায়— আয়ুষ্মান প্রশ্ন তুলেছেন, ‘কেউ শান্তি চায় না বলেই কি এত বছরেও এত ছোট সমস্যার সমাধান হলো না? পাশাপাশি ট্রেলারে এসেছে হিন্দি ভাষা বিতর্কও। সিনেমায় প্রশ্ন তোলা হয়েছে, হিন্দিই কি ঠিক করে দেবে কে উত্তর ভারতের কে দক্ষিণ ভারতের? উত্তর-দক্ষিণ ভুলে কবে আমাদের পরিচয় হবে শুধু ভারতীয়?’

আয়ুষ্মান বলেন, ‘ভারতের সব ভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচিত। হিন্দিই শুধু কেন? তাহলে যারা জন্মের পর থেকে অন্য ভাষায় কথা বলে, তাদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়। এ ছাড়া আমরা কখনোই কোনো শুদ্ধ ভাষা বলি না। উদাহরণস্বরূপ যখন হিন্দি বলি, তার সঙ্গে অনেক উর্দু শব্দ মিশে থাকে। তেমনি এই হিন্দির মধ্যে ব্রজ, মারাঠিসহ কোন ভাষার সংমিশ্রণ নেই? কখনোই আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। এখন তো সবচেয়ে হিন্দি ও ইংরেজি মিশিয়ে কথা বলি। যখন আমরা একসঙ্গে এত ভাষা বলছি, তাহলে রাষ্ট্রভাষা একটা কেন?’

অনেক ভারতীয়র দেশটির উত্তর-পূর্ব অংশ সম্পর্কে কোনো ধারণা নেই। আয়ুষ্মান বলেন, ‘আমার ব্যান্ডের এক সদস্য ছিল মণিপুরের। ওকে সবাই চায়নিজ বলে ডাকত। এটা ওর জন্য কতটা কষ্টকর সেটা সবাই বুঝবে না। এই সিনেমা করতে গিয়ে আমি উত্তর-পূর্ব ভারতকে নতুনভাবে আবিষ্কার করেছি।’

সেটা কীভাবে জেনেছেন? ‘পরিচালক অনুভব অনেক রিসার্চ করেছেন। প্রথমত, আমি তাঁর কাছে জেনেছি। অনেক বই ও পত্রিকার লেখা পড়েছি। ওখানকার মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কথা জানতে পেরে আমি মুগ্ধ হয়েছি। যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কঠোরভাবে পুরুষতান্ত্রিক নিয়ম চলে।’

‘অনেক’ শব্দের অর্থ বৈচিত্র্য। এর আগে এই অঞ্চলকে নিয়ে ভারতে খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমার ৭০ শতাংশ অভিনয়শিল্পী সেখানকার স্থানীয়। আয়ুষ্মান বলেন, ‘কনসেপ্টভিত্তিক গল্প ভারতীয় সিনেমার কাঠামো বদলে দিয়েছে। সেই কাজের আমিও একজন অন্যতম কারিগর। সিনেমার মতো এত বড় পরিসরের মাধ্যম শুধু বিনোদনের হতে পারে না। এটা আমাদের সমাজব্যবস্থার গোঁড়ামিও ভাঙতে পারে। অনেকে বলে হলে সিনেমা দেখার আগে মাথা বাড়িতে রেখে আসুন। আমি সেটা দর্শককে কখনো বলতে চাই না। শিল্পী হিসেবে আমার সামাজিক দায়বদ্ধতা আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ