নান্দাইলে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে। একটি হলো ৩০২/৩৪ ধারায় হত্যা ও অপরটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে। গত বুধবার রাতে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবলুর রহমান বাদী এ মামলা দুটি দায়ের করেন।
মামলায় পটকা তৈরির কারখানা তথা বাড়ির মালিক মো. বোরহান উদ্দিনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন বাঁশহাটি গ্রামের আবদুল হেলিম, শাহজাহান, ফখর উদ্দিন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, বিস্ফোরণে ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
গত বুধবার ভোর ৬টায় বোরহান উদ্দিনের অবৈধ পটকা তৈরির কারখানায় পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এ সময় বারুইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা আক্তার (৩০), দক্ষিণ বাঁশহাটি গ্রামের আবুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) নিহত হন। এতে আধা পাকা কারখানা ঘরটি বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায়।
এ সময় বোরহান উদ্দিনের ওই কারখানার একটি কক্ষে পটকা বানানোর কাজ করছিলেন আপিলা খাতুন ও নাছিমা খাতুন নামের দুই নারী শ্রমিক।