প্রায় আট বছর অভিনয় থেকে দূরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিক দিয়ে আবার ক্যামেরার সামনে ফেরেন। বীথিকা মিত্র চরিত্রে রূপার কামব্যাক বেশ আলোড়ন ফেলেছিল। কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। মেয়েবেলা সিরিয়াল ছেড়ে দিলেন রূপা।
রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি এই ধারাবাহিকটি করতে রাজি হয়েছিলাম একটাই কারণে। খুব সুন্দর একটা গল্প ছিল। আমাকে যে ক্যারেক্টার ব্রিফ দেওয়া হয়, সেটার সঙ্গে পর্দায় দেখানো ঘটনার মিল নেই। যে মাত্রায় নোংরামি দেখানো হচ্ছে, তাতে বাধ্য হয়েই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।’ বউ-শাশুড়ির চিরাচরিত সম্পর্ক নিয়ে লেখা হয়েছিল মেয়েবেলার গল্প। রূপা অভিনীত বীথিকা চরিত্রটি পরবর্তী সময়ে একজন দজ্জাল শাশুড়ির চরিত্রে বদলে দেওয়া হয়। তাই মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল রূপার। তিনি মেয়েবেলা থেকে সরে যাওয়ার পর এ চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস। সিরিয়ালটি দেখা যাচ্ছে, স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টায়।